শুক্রবার, ১০ মে ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন

রাঙামাটিতে বিএটিবির পরিবেশক জাওয়াদ এন্টারপ্রাইজের করোনা টিকার ফ্রি রেজিষ্ট্রেশন

নিজস্ব প্রতিবেদকঃ-
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

রাঙামাটিতে জনসাধারণকে করোনা টিকা গ্রহনের লক্ষ্যে বিনামূল্যে অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম পালন করছে বেসরকারী সংস্থা বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড (বিএটিবি) এর পরিবেশক মেসার্স জাওয়াদ এন্টারপ্রাইজ। মাঠ পর্যায়ে পথচারীদের মাঝে ফ্রি রেজিষ্ট্রেশন, মাস্ক বিতরণ ও হ্যান্ড স্যানিটাইজার স্প্রের পাশাপাশি টিকা গ্রহণের জন্য সাধারণ জনগনকে উদ্বুদ্ধ কার্যক্রমও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার (১৮ই আগস্ট) দুপুরে শহরের বনরূপা সমতাঘাট এলাকায় অনলাইনে বিনামূল্যে করোনা টিকার নিবন্ধন কার্যক্রমের উদ্ধোধন করেন, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রাঙামাটি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা, রাঙামাটির সেলস ম্যানেজার জহিরুল ইসলাম জাহিদ, টেরিটরি সেলস এসিসটেন্ট মাহামুদুল হক চৌধুরী টিটু, সেলস সুপারভাইজার স্বপন আসাম, দিগন্ত গুহ ও কম্পিউটার অপারেটর পলাশ দাশ প্রমূখ। অনলাইনে ফ্রি রেজিষ্ট্রেশনের বিষয়ে উপজেলা চেয়ারম্যান রোমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর করোনা প্রতিরোধ কার্যক্রম সহযোগীতায় মেসার্স জাওয়াদ এন্টারপ্রাইজ (বিএটিবি পরিবেশক) এর এই ধরনের উদ্যোগ কে আমরা স্বাগত জানাই। দেশের বড় প্রতিষ্ঠানগুলো যাদের সুযোগ রয়েছে তারা এগিয়ে এলে দ্রুত সময়ে মহামারি করোনা মোকাবেলা সম্ভব হবে। জাওয়াদ এন্টারপ্রাইজের এই উদ্যোগ পাহাড়ি বাঙালি সম্পৃতি উন্নয়নে সহায়ক হবে। এবিষয়ে রাঙামাটির সেলস ম্যানেজার জহিরুল ইসলাম জাহিদ বলেন, পাহাড়ি হাটে আসা সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে করোনা টিকার অনলাইন রেজিষ্ট্রেশনের কাজ করছেন এক্সপার্টরা। বিএটিবির ডিলার মেসার্স জাওয়াদ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোঃ বাহাউদ্দিন সাহেবের সহযোগীতায় টিকা গ্রহণ শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত জেলা অফিস রিজার্ভ বাজারে এই রেজিষ্ট্রেশন কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি। উল্লেখ্য, দিনব্যাপী এই কার্যক্রমে অর্ধ-শতাধিক মানুষের মাঝে অনলাইনে ফ্রি রেজিষ্ট্রেশন ও টিকা কার্ড প্রদানের কাজ সম্পন্ন করা হয়েছে। রাঙামাটির মত খাগড়াছড়িতেও করোনা টিকার ফ্রি রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581