মহিপুর প্রতিনিধি:পটুয়াখালীর মহিপুর ইউনিয়ন ভূমি অফিস ম্যানেজ করে
ভূমি অফিসের কাছেই নির্মাণ হচ্ছে একের পর এক অবৈধ স্থাপনা।
মহিপুর বন্দরে বর্তমানে শতাধীক অবৈধ স্থাপনা নির্মানাধীন।
নাম প্রকাশ না শর্তে একাধিক ব্যাবসায়ী জানান আমরা হক কথা বল্লে আমাদের ক্ষতি হতে পারে। গোপনে
তদন্ত করলে থলের বিরাল বেরিয়ে আসবে ,ভূমি দস্যুরা ভূমি অফিস ম্যানেজ করে নানা ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ করছে।
আরো জানাযায় স্থানীয় ভূমিদস্যু ও
ভূমির দালালদের সাথে ভূমি কর্মকর্তার সুসম্পর্ক রয়েছে। কিছুদিন আগে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে মহিপুর বন্দরের মাছ বাজার সংলগ্ন নব নির্মিত একটি অবৈধ স্থাপনা অপসরণের ব্যাবস্থা করতে বল্লেও কোন
সুরাহা করেনি ইউনিয়ন ভূমি কর্মকর্তা।
গনমাধ্যম কর্মীরা এবং কোন সচেতন ব্যাক্তিরা তার কাছে এসকল ব্যাপারে যানতে চাইলে এবং কোন অবৈধ স্থাপনার বিষয়ে তথ্য দিতে চাইলে সে তাতে বিব্রত বোধ করে এবং এড়িয়ে যায় ।এ ব্যাপারে অভিযুক্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল আজিজের কাছে জানতে চাইলে সে অভিযোগ অস্বীকার করে বলেন আমারকাছে আসা সকল তথ্য সংস্লিষ্ট উপরস্থ কর্মকর্তার
কাছে জানাই এবং পরবর্তীতে রিপোর্টের প্রেক্ষিতে ব্যাবস্থা গ্রহণ করা হয়।
এ ব্যাপারে উপজেলা ভূমি সহকারি কমিশনার জগৎবন্ধু মন্ডল জানান, প্রতিটা
ভূমি অফিস এর আওতাধীন স্ব স্বভূমি রক্ষার দায়িত্ব তসিলদারের। এ দায়িত্ব তারা পালন না করলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ
করা হবে।
Leave a Reply