রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:৫৫ পূর্বাহ্ন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে “ECO-FRINDLY BUSINESS” শীর্ষক সেমিনা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম শনিবার, ২ মার্চ, ২০২৪

শাহিনুল ইসলাম লিটনঃ আজ বিকেলে গ্রীন ভয়েস, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো “মনের স্বাস্থ্য: সুখের চাবিকাঠি ” ও “ECO-FRIENDLY BUSINESS” শীর্ষক সেমিনার।

গ্রীন ভয়েস-বেরোবি শাখার সভাপতি মোঃ শাওন মিয়ার সভাপতিত্বে,সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন -মনোবিজ্ঞানী ও সোনার তরীর প্রতিষ্ঠাতা ফারজানা ফাতেমা রুমি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হক।

এ ছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও রাজশাহী বিভাগীয় সমন্বয়ক ফাহমিদা নাজনীন, গ্রীন ভয়েস কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান, গ্রীন ভয়েস কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য স্বপন মাহমুদ, বহ্নিশিখার রংপুর জেলা সমন্বয়ক সুরাইয়া আক্তার, গ্রীন ভয়েস-বেরোবি শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী প্রমূখ ।

প্রায় ৩ ঘন্টাব্যাপী সেমিনারে মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি কিভাবে পরিবেশবান্ধব ব্যবসা এবং মনোভাব তৈরি করা যায় সে সকল বিষয় নিয়ে  আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581