শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:২২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-ফেনসিডিলসহ ২ যুবককে গ্রেপ্তার করছে র‍্যাব-৫! ? Matrijagat TV

আব্দুর রহমান, বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০

 

র‍্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারশন দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবতলা মোড়ে রড সিমেন্ট এর দোকানের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫৮৭ বোতল ফেনসিডিলসহ ২ জন যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, মুন্সিগঞ্জ জেলার হাতিমারা এলাকার শামীম মিল্কির ছেলে মো: শাওন মিল্কি (২২) ও একই জেলার টঙ্গীবাড়ী বতকা এলাকার মো: খোরশেদ শেখের ছেলে মো: অপু শেখ (২০)।

প্রেস- বিজ্ঞপ্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারশন দল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জানুয়ারি শুক্রবার ভোর ৪টার দিকে শিবতলায় মাদকবিরাধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ট্রাকসহ অপু ও শাওনকে ৫৮৭ ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ট্রাকে করে ফেনসিডিলগুলো ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল। কোম্পানী কমান্ডার স্ায়াড্রন লীডার মাহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করে।

র‍্যাব-৫ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

উল্লেখ্য যে, এই ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581