সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:৩৫ পূর্বাহ্ন

গরিব সবজিওয়ালার জীবিকা নির্বাহ অটোভ্যান

মোঃ আমিরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট টাইম শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

এক গরিব অটোভ্যান চালক তিনি দীর্ঘদিন যাবৎ অটোভ্যান চালিয়ে কোন আয় উন্নতি করতে পারেনি।কোন মতে সংসার চালাতো, তার বৌয়ের কথা মত অটোভ্যানে সবজি তরকারী বিক্রি শুরু করলো। এই যে সবজি তরকারী লিবেন পাড়া মহল্লার অলিতে গলিতে এমনই হাঁক ডাক।মানুষের নিত্যদিনের চাহিদা পূরনে টাটকা শাকসবজি অটোভ্যানে নিয়ে সবজির ফেরীওয়ালা এখন আরো দারুন ভুমিকা পালন করছে। জীবনের ঝুকি নিয়ে নিজের ও অন্যদের প্রয়োজন মেটাতে কাকডাকা ভোরে পাইকারী বাজার এসে লাউ কুমড়ো পটল শসা করল্লাসহ বিভিন্ন রকমের শাক সবজি অটোভ্যানে সাজিয়ে নিয়ে ছুটছে। আগের চেয়ে এদের সংখ্যা বেড়েছে। বাজারে যাবার ঝামেলা এড়াতে মানুষ বাড়ির দৌড় গোড়ায় এসব কেনাকাটা করছে। বাড়ির গিন্নীরাও হাতের নাগালে পছন্দের সবজি কিনছেন। পরিবারের সদস্যদের দিচ্ছেন টাটকা শাক সবজির স্বাদ। অনেক গৃহিনীর মন্তব্য অন্তত ফ্রীজে রাখা শাক সবজি চেয়ে এসবের স্বাদই আলাদা। এখন আর সপ্তাহের বাজার করার দরকার নেই। রোজ কিনবো রোজ খাব। গতকাল সকালে শাহজাদপুর মশিপুর সরিষাকোল কাঁচামালের পাইকারী বাজারের সামনে লাইন দিয়ে অটোভ্যান গুলোকে শাক সবজি সাজাতে দেখা যায়। খোজ খবর নিয়ে জানাগেল বাজারের শাক সনজির দামের সাথে অটোভ্যান ওয়ালাদের দামের ফারাক খুব একটা বেশী না। তাছাড়া এখন মাঠে মাঠে প্রচুর শাক সবজি কিন্তু ক্রেতার সংখ্যা কম। এখানকার উৎপাদিত শাক সবজি রাজধানীসহ বিভিন্নস্থানে চালান হয়। শহরের বাজারে পটল করল্লা শসাসহ বিভিন্ন শাক সবজির দাম কেজি প্রতি ত্রিশ চল্লিশ টাকার মধ্যে রয়েছে। একটা বড় লাউ কুমড়ো বিক্রি হচ্ছে পনের বিশ টাকায়। কোন শাকের কেজি কুড়ি টাকার বেশী নয়। পেয়াজের ঝাঁজ একেবারে কমে কেজিপ্রতি কুড়ি টাকায় নেমেছে। শহরের বাজারে যখন এমন দাম তখন সহজেই উৎপাদক পর্য্যায়ে দামের কি অবস্থা। ক্রেতার অভাবে লাউ কুমড়োগুলোর বয়স বাড়ছে। মাচাতে ঝুলছে। পটল করল্লা পেকে নষ্ট হবার উপক্রম। গ্রামে গ্রামে মানুষ ফিরে আসায় কিছুটা রক্ষা হলেও একেবারে কমদামে এসব পন্য বিক্রি করতে হচ্ছে। অনেক সময় ফসল তোলার মজুরীর টাকা উঠছেনা। ## ## #মোঃ আমিরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ মোবাইল ০১৬৭৩০৭৩৭৯২#

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581