শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন

কিছুতেই থামছেনা দূর্গাপুরে অবৈধ ভাবে  পুকুর খনন! ? Matrijagat TV

 দূর্গাপুর(রাজশাহী) প্রতিনিধি : 
  • আপডেট টাইম রবিবার, ১ মার্চ, ২০২০

রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলায় আদালতের আদেশ অমান্য করে চলছে অবৈধ ভাবে পুকুর খনন।

অনুসন্ধানে জানাযায়, স্থানীয় প্রাভাবশালীদের ব্যক্তি নেতৃত্বে  উপজেলার ১নাং নওপাড়া , ইউনিয়নের নান্দিগ্রাম, বিলে একসাথে  তিনটি অবৈধ ভাবে চলছে পুকুর খননের কাজ। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় অবৈধ ভাবে পুকুর খননের কাজ করছে কিছু  প্রভাবশালী ব্যক্তি।

এ বিষয় স্থানীয়দের মাধ্যমে জানাযায়, পুকুর খননের কারনে এলাকার কৃষকদের ফসলী জামি নষ্ট করে পুকুর খনন চালিয়ে যাচ্ছে। গত ২০ জানুয়ারী ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে একজনকে আটক করে তিন মাসের জেল দেন সেই সাথে মাটি কাটার কাজে ব্যবহারিত ভেকু মেশিনের বেটারি জব্দ করেছে। একদিকে অাদালত একজনকে জেল হাজতে প্রেরন করলেও পুকুর খননের মূল হোতা এলাকার প্রভাবশালী পুকুর খননের জন্য ভেকু মেশিনের মাধ্যমে মাটি কাটা অব্যাহত রেখেছেন। এ বিষয় , মূল হোতা এলাকার প্রভাবশালীদের কাছে জানতে চাওয়া হলে তার কাছ থেকে কোন সদউত্তর পাওয়া যায়নি।

এলাকার দুই প্রভাবশালী, পুকুর খননের অনুমতি দিয়েছে কে তা তারা জানাতে  পারেননি এবং অনুমতির কোন বৈধ কাগজ পত্রও দেখাতে পারেননি। এদিকে, এই অবৈধ পুকুর খননের প্রতিবাদ করায় সাধারণ জমির মালিকরা নানাভাবে হয়রানীর স্বীকার হচ্ছে।

আবাদী কৃষি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধের বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করলে তার কোন প্রতিকার পাচ্ছে না। এমনকি অবৈধ পুকুর খননও বন্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। ফলে এলাকার সাধারণ মানুষ নির্বিকারে ও নির্বিচারে সহ্য করছে অবৈধ পুকুর খননকারীদের অন্যায়, অত্যাচার ও জুলুম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581