বুধবার, ০৮ মে ২০২৪, ০৯:৩৫ অপরাহ্ন

কাজিপুরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।

মোঃ আতিকুল ইসলাম
  • আপডেট টাইম সোমবার, ২২ নভেম্বর, ২০২১

সিরাজগন্জে­র কাজিপুরে “হোক সচেতনতার বিস্তার, চাই এন্ট্রিবায়োটিক রেজিস্ট্যান্স থেকে নিস্তার।” এই শ্লোগান কে সামনে রেখে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২১ (১৮-২৪)নভেম্বর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ ই নভেম্বর ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হল রুমে স্বাস্থ্য অধিদপ্তর রোগ নিয়ন্ত্রণ শাখা সিডিসি-এর আয়োজনে সচেতনতামূলক আলোচনা সভায় স্বাগতিক বক্তব্য রাখেন ও সভাপতিত্বকরেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাক্তার মোমেনা পারভীন পারুল। মুল বিষয়টি প্রজেক্টের মাধ্যমে উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাক্তার রোমানা আফরোজ লুবনা ।

আলোচনায় অংশ নেন আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার দেবব্রতরায়, এনেস্থিসিয়া বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আলী,মেডিকেল অফিসার ডাক্তার আল-আমিন হোসাইন, উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডাক্তার রুবেল আলমও সাংবাদিক শফিকুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তরা বলেন,

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে মধ্যম আয়ের দেশ হিসাবে প্রতিষ্ঠিত এই দেশ স্বাস্থ্য ও চিকিৎসা খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন সম্ভব হয়েছে। তারপরও এখনো বাংলাদেশে সচেতনতা ও সাবধানতার অভাবে বিপুল সংখ্যক মানুষ প্রতি বছর বিভিন্ন কারণে মারা যায়। তাই ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, এন্ট্রিবায়োটিক রেজিস্ট্যান্ট প্রতিরোধে করণীয়,এন্ট্রিবায়োটি­ক ব্যাকটেরিয়া থেকে প্রতিরোধে করণীয় বিষয়ে জনসচেতনতা সৃষ্টি,সাধারণ জনগণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি,চিকিৎসকের পরামর্শ ছাড়া এন্ট্রিবায়োটিকসেবন নিষেদ্ধ, প্রেসক্রিপশনছাড়া এন্টিবায়োটিক বিক্রি নিষেদ্ধকরন, এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার নিশ্চিত করতে করণীয় নানা দিক নিয়ে আলোকপাকরেন। এ সময় উপস্থিত ছিলেন গাইনি বিশেষজ্ঞ ডাঃ আঞ্জুমান আরা,মেডিক্যাল অফিসার ডাক্তার রোখসানা জাহান সহ অন্যান্য মেডিকেল অফিসার গন, উপজেলা গন্যমান্য ব্যক্তিবর্গ, , সরকারি কর্মকর্তা, সংবাদিকবৃন্দ, স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্যকর্মী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোয়াজ্জেম হোসেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581