শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন

আলহাজ্ব মোস্তফা -হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সার্বিক ব্যবসহাপনায় কোভিড-১৯ ভ্যাকসিন প্রোগ্রামের আওতায় গনটিকা কর্মসূচী অনুষ্ঠিত হয়

হাজেরা বিবি লাকী
  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

মানবকল্যাণে নিবেদিত চসিক সাবেক সফল মেয়র মোস্তফা হাকিম ফাউন্ডেশনের নির্বাহী জনদরদী আলহাজ্ব এম মনজুর আলমের সার্বিক ব্যবসপনায় শুরু হয়েছে ২২শে নভেম্বর গরীব-দুঃখী, মেহনতী জনগোষ্ঠীর ঢিকা দান কর্মসূচী।

যাদের আইডি নেই,রেজিষ্ট্রেশন করার ক্ষমতা রাখে না,বিভিন্ন সমস্যা য় কোন নমুনা পএ নিতে অক্ষম,বিভিন্ন পারিপার্শ্বিক ও জটিলতার কারনে অসমর্থ শুধুমাত্র তাদের টিকা নিশ্চিত করতে এই পদক্ষেপ।

মোস্তফা হাকিম কলেজে প্রথমদিনের টিকা দান কর্মসূচীর উদ্ভোদন করেন তরুন শিল্পপতি,সম্ভাবনার সুযোগ্য রত্ন, মোস্তফা হাকিম শিল্পযানের পরিচালক আলহাজ্ব সাইফুল আলম।

এর ধাবাহিকতায় আজ
২৩শে নভেম্বর নিউ মনছুরাবাদ মোস্তফা হাকিম হাই সকুলে টিকাদান কর্ম সূচী পরিদর্শন করেন কাট্রলীর কৃতি সন্তান সাবেক সফল মেয়র আলহাজ্ব এম মনজুর আলম এর সুযোগ্য সন্তান মোস্তফা হাকিম গ্রুপে পরিচালক আলহাজ্ব সাইফুল আলম।

আলহাজ্ব সাইফুল আলম বলেন এই পদক্ষেপ অনুযায়ী যথাযতভাবে এই গনটিকা কর্মসূচী অনুষঠিত হবে।সকলকে টিকা নিতে তিনি উদার আহবান জানান।

সাবেক সফল মেয়র আলহাজ্ব মনজুর আলম বরাবরই জনগণে কষ্ট লাগবে হাত বাড়ান।
তিনি গরিব দুঃখীর কষ্ট ধারণ করেন এবং নিজেই তা সমাধানে ভূমিকা রেখে চলেছেন।

যা নিঃসন্দেহে অভিনন্দন যোগ্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581