টেকনাফে কর্মরত জনসাধারণের পণ্য ও ডকুমেন্টমেন্ট সততা এবং বিশ্বস্থতার নির্ধারিত গন্তব্যে পৌছাঁনোর অঙ্গীকার নিয়ে শুভ উদ্বোধন করা হল জি-কুরিয়ার সার্ভিস শাখার।
২৯ জানুয়ারী সকাল ১১টায় উপজেলার হ্নীলা বাসষ্টেশনের গাড়ির পালকি কাউন্টার সংলগ্ন ২য়তলা ১নং নিজস্ব কার্যালয়ে আল জাকির কুরিয়ার মানি ট্রানজেকশন এন্ড পার্সেল সার্ভিস শাখার শুভ উদ্বোধন করেন হ্নীলা পুরাতন বাজার জামে মসজিদের খতিব মাওলানা হামিদ হোছাইন। এসময় শাখার প্রোপাইটর মোহাম্মদ আলী,জাবেদ ইকবাল, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রোপাইটর রফিক আলী এবং জাবেদ ইকবাল জানান, টেকনাফে অবস্থানরত বহিরাগত লোকজন এবং প্রবাসে অবস্থানরত টেকনাফের প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের সেবা দানের লক্ষ্য নিয়ে এই কুরিয়ার সার্ভিসের যাত্রা শুরু হয়েছে।
Leave a Reply