পুষ্টি সুশাসন প্রতিষ্ঠায় বহুখাত ভিত্তিক অংশীজনদের করণীয় বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সংঘ প্রকল্পের আয়োজনে র্কডএইড ও আরডিআরএস বাংলাদেশ এর সহযোগীতায় গাইবান্ধা জেলার স্থানীয় সাংবাদিক,সুশীল সমাজ,বেসরকারি খাত ও ধর্মীয় নেতৃবৃন্দের অংশ গ্রহনে গাইবান্ধা এসকেএস ইন এর বালাসী মিলায়তনে আজ ১২ এপ্রিল বুধবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় রির্সোস পার্সন হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিট পীরগঞ্জ রংপুর এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা সাদেকুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেউজাউল করিম, মাইটিভি জেলা প্রতিনিধি আফতাব হোসেন,দৈনিক করতোয়ার গাইবান্ধা জেলা প্রতিনিধি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, সংঘ প্রকল্পের লাইভলীলুও এ্যাডভাইজার মোঃ মশিউর রহমান, নিউট্রিশন গর্ভানেন্স এ্যাডভাইজার মনিরুজ্জামান মুকুল,ওয়াশ এ্যাডভাইজার এসএম মোতাকাবিরুল হক,টেকনিক্যাল অফিসার হাবিবুর রহমান হাবিব,আরফিনা আকতার,মুক্তা রানী রায়,আরডিআরএস এর ফুলছড়ি উপজেলা র্কো- অডিনেটর সৈয়দ মাহবুবার রহমান,সংঘ প্রকল্পের সুন্দরগঞ্জ উপজেলা র্কো অডিনেটর এসএম আরিফুজ্জামান,গাইবান্ধা সদর উপজেলা র্কো-অডিনেটর তাজনিন সুলতানাসহ কর্মশালায় অংশ গ্রহনকারীগণ।
এ কর্মশালায় সমাজে পুষ্টিগুণ এর সুফল তুলে ধরে সামাজিক জনসচেতনতা বৃদ্ধিকল্পে গণমাধ্যমকর্মী, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সামাজিক বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সহযোগীতায় গাইবান্ধা জেলা জুড়ে পুষ্টি সুশাসন প্রতিষ্ঠায় সকল কে নিজ নিজ অবস্থান হতে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
Leave a Reply