শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন

সিলেটের জগন্নাথপুরে বানভাসি মানুষের পাশে ব্রেকিংস২৪ডটকম

এমরান ফয়সল,সিলেট ব্যুরো
  • আপডেট টাইম শনিবার, ১৮ জুলাই, ২০২০

সিলেটের সুনামগঞ্জের জগন্নাপুর উপজেলায় বন্যায় ক্ষকিগ্রস্থ বানভাসি লোকজনের পাশে দাঁড়িয়েছে দেশের প্রথম রিভার্স অনলাইন নিউজ পোর্টাল ব্রেকিংস ২৪ ডটকম। টানা দ্বিতীয় দফা বন্যায় জগন্নাথপুর উপজেলায় ব্যাপক ক্ষতি সাধিত হযেছে। করোনা মহামারীর মধ্যে এমনিতেই এলাকার শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এই অবস্থায় টানা বন্যায় পানিবন্দি হয়ে পড়া লোকজন মানবেতর জীবনযাপন করছেন। অনাহারে-অর্ধহারে দিন কাটাচ্ছেন বানভাসিরা। ক্ষতির তুলনায় সরকারি সাহায্য অপ্রতুল থাকায় অনেকের মুখে খাবার উঠছেনা। আর্তমানবতার লক্ষ্যে এসব বানভাসি মানুষের মুখে রান্না করা খাবার তুলে দেয়ার উদ্যোগ নেয় ব্রেকিংস২৪ ডটকম। যুক্তরাজ্য কমিউনিটি নেতা ব্রেকিংস২৪ ডটকমের প্রধান সম্পাদক এম এ কাদির ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা ব্রেকিংস২৪ ডটকমের উপদেষ্টা সম্পাদক শাকির আলম কোরেশীর ব্যবস্থাপনায় ও সম্পাদক এনামুল হক সাজনুরের তত্ত্বাবধানে গতকাল শুক্রবার চার শতাধিক পরিবারের মধ্যে রান্নাকরা খাবার বিতরণ করা হয়। জগন্নাথপুর পৌরসভার বন্যাদূর্গত ৯ নং ওয়ার্ডের খালিক নগর বন্যা আশ্রয় কেন্দ্র, ৫ নং ওয়ার্ডের বটরতল,৭ নং ওযার্ডের ইকড়ছই ও পৌরএলাকার কেশবপুর ও মরমীকবি রাধারমন এর বাড়িতে এসব খাবার বিতরণ করা হয়। দিনব্যাপী খাবার বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের সহসভাপতি ও ব্রেকিংস২৪ডটকমের হেড অব-দ্যা নিউজ এম এ মতিন , জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন আহমদ, কবি ও সাংস্কৃতি কর্মী ধ্রুব গৌতম, মাসুদা সিদ্দিকা রুহী, ব্রেকিংস২৪ডটকমের আইন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মাসুদ হাসান, সাংবাদিক মো.আব্দুল হাই। রান্না করা খাবার বিতরণকালে অতিথিরা স্থানীয় প্রবাসীসহ সকল বিত্তবান, জনপ্রতিনিধি, প্রশাসনকে নগদ অর্থ বা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে বন্যা দূর্গতদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিলেট ব্যুরো ও নন্দিত সিলেট ডট কমের স্টাফ রিপোটার আলোকচিত্রী এমরান ফয়সল, আবুল হাসনাত আমির, রুম্মান আহমদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581