জাহিদ হোসেন,
রায়পুরা,নরসিংদী প্রতিনিধি।
নরসিংদী রায়পুরা উপজেলা মির্জাপুর ইউনিয়ন সাধুনগর গ্রামে ভাংগা ব্রিজ সংলগ্ন।আজ বিকাল ৩ঃ৩০ মিনিট ভাংগা ব্রিজ সংলগ্ন একটি ট্রাক উলটে গিয়ে দূর ঘটনার শিকার হয়েছে।এলাকাবাসী দীর্ঘদিন ধরে অনেক কষ্টে যাতায়াত করছে। এলাকায় বেন রিক্সা ছোট ছোট মালবাহী গাড়ি এমনকি যাত্রীবাহী গাড়ি গুলো রাস্তার বেহাল দশাতে দৈনন্দিন চলাচলে ব্যর্থ হয়ে পরে এলাকাবাসী। কনো মালবাহী গাড়ি পারাপার করতে পারে না।এমনকি যাত্রীবাহী ছোট ছোট গাড়ি গুলো ও অনেক কষ্টে পার করে।দীর্ঘদিন রাস্তার বেহাল অবস্থা হয়ে আছে।বিভিন্ন পত্রিকা মিডিয়াতে এ রাস্তার বেহাল অবস্থা ওঠেছে কিন্তু সংস্কারের কাজ অসম্পন্ন থেকেই যাচ্ছে।
এলাকাবাসী জানান,
ভাঙা ব্রিজে কোন ভারি মালবাহী গাড়ি চলাচলের নিষেধ রাখা হয়েছে।তারপর ও বিভিন্ন ট্রাক মালবাহী গাড়ি চলাচল করছে।আজ একটি ট্রাক উলটে গিয়ে দূর ঘটনার শিকার হয়ে আছে।এখন এলাকাবাসী বেহাল দশা ভাংগা ব্রিজটি নিয়ে আরো হুমকির মুখে পরেছে।এখন ভাংগা ব্রিজ সংলগ্ন এর উপর দিয়ে হেটে চলাচল করাও হুমকির মুখে।
কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ,
অতি শীগ্রই যেন ভাংগা ব্রিজটির সংস্কারের কাজ সম্পন্ন করে।দীর্ঘদিন যাবত যাতায়তে ভোগান্তির শিকার এলাকার মানুষ।বিশেষ করে রায়পুরা পূর্ব এলাকার রাস্তার অবস্থা খুবি খারাপ।
রায়পুরার প্রধান সড়কের কাজ বন্ধ থাকে।এলাকাবাসী দীর্ঘদিন যাবত সড়কের উন্নয়নের কাজ দেখবেন বলে অপেক্ষায় আছে।রাস্তার কাজে ফাঁকি বাজি দেওয়া হচ্ছে জনগণ নিরব হয়ে আছে।
Leave a Reply