শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন

সাতক্ষীরা সদরে খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ এর উদ্বোধন

এম ইদ্রিস আলী. সাতক্ষীরা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম শুক্রবার, ১৯ মে, ২০২৩

শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলা খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় সদর উপজেলা খাদ্য গুদামে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি থেকে ফিতা কেটে ধান চাল সংগ্রহ উদ্বোধন করেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথি বক্তব্যে বলেন, “বাংলাদেশ সামগ্রীক দিক দিয়ে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রতি ১৯৭১ সালে পাকিস্থানের শাসক গোষ্ঠী যে অন্যায় অবিচার ও নির্যাতন করেছে তা আজ পাকিস্থানের জনগণ অকপটে স্বীকার করছে। বাংলাদেশের উন্নয়ন দেখে পাকিস্থানীরা আজ হতবাক। তিনি আরো বলেন, জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশকে আর পিছানো যাবেনা। বাংলাদেশ এগিয়ে যাবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন ও সদর উপজেলা খাদ্য গুদামের ইনচার্জ এস এম আমিনুর রহমান বুলবুল প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. আব্দুস সবুর, সহ-সভাপতি আলহাজ্ব মো. আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মো. আব্দুল গফফার, দূর্নীতি প্রতিরোধ সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সদর উপজেলা রাইচ মিল সমিতির সভাপতি মোকাদ্দেস খান চৌধুরী মিন্টু, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, অর্থ সম্পাদক মো. ইসমাইল হোসেন প্রমুখ। সাতক্ষীরা সদর উপজেলার খাদ্য গুদামে সরকারিভাবে চাল প্রতি কেজি ৪৪ টাকা, ধান কেজি প্রতি ৩০ টাকা দরে ক্রয় করা হবে। সাতক্ষীরা সদর উপজেলার চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯২০৯ মেট্রিক টন এবং ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮১৩ মেট্রিক টন। সাতক্ষীরা জেলার চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭৮০১মেট্রিক টন এবং ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬১৯২ মেট্রিক টন। একই সময় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপিসহ অতিথিবৃন্দ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। ধান সংগ্রহ অভিযান ৭ মে হতে ৩১ আগস্ট পর্যন্ত চলবে। ধান-চাল সংগ্রহ অভিযানে ধান ও চাল বিক্রয়কারী কৃষকদের মাঝে আম ও জামের গাছ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সদর উপজেলা খাদ্যগুদামের ইনচার্জ এস এম আমিনুর রহমান বুলবুল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581