আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরায় জেলা গোয়েন্দা শাখার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে বাবুল আক্তার যোগদান করেছেন।
বৃহস্পতিবার তিনি সাাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পদে যোগদান করেন।
সাাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার স্বাক্ষরিত এক আদেশে সাতক্ষীরা থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবুল আক্তার কে সাাতক্ষীরা জেলা ডিবির ওসি হিসাবে দায়িত্বভার প্রদান করেন।
এসময় সদ্য বিদায়ী ডিবির ওসি ইয়াছিন আলম চৌধুরী ডিবির নতুন ওসি বাবুল আক্তার কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানান।
নবাগত ডিবির ওসি বাবুল আক্তার ২০১০ সালে আউট সাইট ক্যাডেট হিসাবে এসআই পদে যোগদান করেন। পরে বিভিন্ন জেলায় সুনাম ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করে তিনি ২০১৯ সালে পরিদর্শক হিসাবে পদন্নোতি লাভ করে, সাতক্ষীরা ডিবির পরিদর্শক পদে এবং পরে সাাতক্ষীরা থানার ইন্সপেক্টর তদন্ত হিসাবে দায়িত্ব পালন করেন।
বাবুল আক্তার ঝিনাইদহ কালিগজ্ঞ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি এক কণ্যা সন্তানের জনক।
তিনি সাাতক্ষীরা থেকে মাদক-জঙ্গী-সন্ত্রাস ও কিশোর গ্যাং দমনে সাতক্ষীরা জেলার জনপ্রতিনিধি, প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের মানুষের সহযোগীতা কামনা করেছেন।
সদ্য বিদায়ী সাতক্ষীরা জেলা গোয়েন্দা ইনচার্জ ওসি ইয়াছিন আলম চৌধুরী যশোর জেলায় বদলি হয়েছেন।
Leave a Reply