সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের এক ইউপি মেম্বার মাছ চুরির সময় গ্রাম বাসিদের হাতে আটক হয়েছে। এ সময় জনতা ইউপি মেম্বারসহ দুই মাছ চোরকে আটক করে বেঁধে রাখে। মঙ্গলবার রাতে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটেছে।
অভিযোগ উঠেছে ইউপি সদস্যসহ দুই মাছ চোরকে ২০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।
পাথরঘাটা গ্রামের শাহাদাত হোসেন ও মুনছুর আলি জানান,রাতে তারা মাছের ঘেরে পাহারায় ছিলেন। গভীর রাতে একই গ্রামের ইউপি মেম্বার সেলিম ও হাবিবুর ঘের থেকে মাছ চুরির সময় হাতে নাতে তাদেরকে আটক করা হয়। এ ঘটনা এলাকায় জানাজানি হয়ে পড়লে জনতা তাদেরকে গনপিটুনি দেয়।
বুধবার সকালে দুই জনকে ২০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানাগেছে।
সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।
Leave a Reply