সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি গ্রামের মুনতাজ বিশ্বাসের ছেলে কামরুল ইসলাম ওরফে খড়া কামরুল (৩১) ৫ কেজি গাঁজা যার বাজার মুল্য ১০২০০০/-(এক লক্ষ দুই হাজার) টাকা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াসের নির্দেশে থানার এ এস আই সাগর আলীর নেতৃত্বে সংগীয় ফোর্স রবিবার দিবাগত রাত ৪টার দিকে (সোমবার ভোররাত) ৫ কেজি গাঁজাসহ কামরুল ওরফে খোরা কামরুলকে কেঁড়াগাছি গ্রামস্থ আ. সামাদ বিশ্বাসের বসতবাড়ী থেকে গ্রেপ্তার করে । মাদকদ্রব্য আইনে মামলা নাং-৪২ (১) ২০২০ ইং – গ্রেপ্তার কৃতকে সোমবার সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply