করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশনা মানছেনা দৌলতপুরের অধিকাংশ ব্যবসায়ীরা।সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসা পরিচালনা করলে রবিবার থেকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে এমন ঘোষণা আসলেও ব্যবসায়ীরা কর্ণপাত করছে না কোনো ঘোষণা বা কোনো নির্দেশনাতেই।শুক্রবার সকাল থেকে দিনভর বিভিন্ন বাজার ঘুরে ঘুরে দেখা যায় ব্যাপক লোকসমাগম হয়েছে বাজারগুলিতে, এ সারিতে আছে ধর্মদহ বাজার, প্রাগপুর বাজার, ডাংমড়কা বাজার, মথুরাপুর বড় বাজার, আল্লাহরদর্গা বাজার, দৌলত খালী বাজার, দৌলতপুর থানা বাজার, বড়গাংদিয়া বাজার, গোয়াল গ্রাম বাজার। একটি বিষয়ে আশ্চর্যজনক হলেও লক্ষ্য করা যায়, কিছুদিন আগে যে সকল পরিবারের লোকজনের মাঝে খাবারের জন্য হাহাকার দেখা গেছে। কিন্তু বর্তমানে তারাই বেশি বাজারগুলোতে ভিড় করছে।প্রশ্ন থেকে যায় তাহলে এই বাজার বা শপিং করা টাকাটা আসছে কোথায় থেকে। এবং লক্ষ্য করা যায় বাজারগুলিতে বিশেষ করে গার্মেন্টসের দোকান, কসমেটিকস দোকান, টিভি ফ্রিজের শোরুম, ফার্নিচারের দোকান ও স্যান্ডেলের দোকান এর ব্যাপক লোকসমাগম হচ্ছে। যদি একটি দোকান ১০০ স্কয়ার ফিটের হয় ঠিক সেই দোকানের ন্যূনতম ৫০ জনের অধিক মানুষ আছে যেখানে বৃদ্ধ থেকে শিশু সকলে আছে । এ বিষয়ে একাধিক দোকানের সঙ্গে কথা বললে তারা জানান, আমরা সরকারি নির্দেশ মানার চেষ্টা করছি কিন্তু মানুষ আমাদের কথা শুনছে না তারা দোকানের ভিতরে এলোমেলোভাবে প্রবেশ করে অনেক লোক সমাগম করে ফেলছে। এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার শারমিন আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমরা বাজারগুলিতে ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করতেছি।
Leave a Reply