গাজীপুরের শ্রীপুর উপজেলা বরমী ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি প্রার্থী জনাব মোঃআক্তারুজ্জামান শামীম এর পক্ষ থেকে বিনা মূল্যে মাস্ক বিতরণ করেন। করোনাভাইরাসে আতঙ্কিত নয়, সচেতন হন, মাস্ক ব্যবহার করুন এই ভরসা রাখুন বলে ২৭ মার্চ সকাল দশটার দিকে শ্রীপুর উপজেলা বরমী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সোনাকর নতুন বাজার এলাকায় রাস্তার মোড়ে দাঁড়িয়ে বিনা মূল্যে মাস্ক বিতরণ করেন বিএনপির সাবেক সভাপতি প্রার্থী জনাব মোঃআক্তারুজ্জামান শামীম বর্তমান সময়ের এ সংক্রমণকে প্রতিরোধ করতে তিনি ঘরে বসে নেই।যতটুকু পারছেন নিজেকে ভালো কাজের সঙ্গে যুক্ত করছেন।
এ সময় করুনার পরিস্থিতি কে সামনে রেখে জনস্বার্থে জন্য চূড়ান্ত মূলক বক্তব্য রেখেছেন, বরমী ইউনিয়নের সভাপতি প্রার্থী আক্তরুজ্জামান শামীম এসময় উপস্থিত ছিলেন, এম এ সিদ্দিক মন্ডল সাবেক সভাপতি বরমী ইউনিয়ন বিএনপি উপস্থিত ছলেন এলাকার মোঃকাজী কামাল হোসেন রাকিবুল হাসান,নাহিদ মোঃসাফিজউদ্দিন, মোল্লা,রাছেল মন্ডল, নয়ন মন্ডল, সারোয়ার হোসেন মোল্লা,জাল্লাল,সেলিম,সাকিল, আশিক,আশরাফুল আলম ইকবাল হোনেন সহ আরও অনেকে গুণ মান্য ব্যক্তি বর্গ ও বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠানের লোক জন
Leave a Reply