শ্রীপুরে পূর্ব শুত্রুতার জের ধরে ব্যবসায়ী সোহেল প্রধানের বিরুদ্ধে দায়ের করা মামলা দিয়ে ফাসানোর অভিযোগে মানব বন্ধন করছে এলাকা বাসী।
রবিবার দুপুরে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ১নং ওয়ার্ড কাশিজুলী বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মিথ্যা ধর্ষণ মামলার প্রতিবাদে অংশগ্রহণকারীরা বলেন গত ২ ফেব্রুয়ারী স্থানীয় মিজান মিয়ার সাড়ে ৭ বছরের মেয়ে স্কুল ছুটির পর কাশিজুলী বাজার দিয়ে বাড়িতে যাচ্ছিলো এমন সময় সোহেল প্রধানের দোকান থেকে না বলে একটি কলম নেয় তখন সোহেল মিয়া শিশুকে ধমক দেয়।এই ঘটনা শিশু বাড়িতে গিয়ে তার নানীকে জানালে বিষয়টি অন্যরুপে নেওয়ার জন্য সোহেল মিয়ার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেন শিশুর পিতা মিজান মিয়া।পরবর্তী সময় মামলা রুজু করে সোহেল প্রধানকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়, বর্তমানে সোহেল প্রধান কারাগারে আছে।
বিষয়টি নিয়ে এলাকাজুরে ক্ষুভের সৃষ্টি হয়,তার জেরেই এলাকাবাসী মানববন্ধনের ডাক দেয়।
Leave a Reply