আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হুদা এর নেতৃত্বে অভিযান পরিচালানা করিয়া এএসআই, মোঃ মনিরুল ইসলাম ৫০০ গ্রাম গাজা সহ রমজাননগর গ্রামের শেখ ছহিল এর ছেলে মোঃ আনোয়ার হোসেন (২২), এসআই, মোঃ রোকন মিয়া ২ বোতল ভারতীয় মদ সহ জাবাখালী গ্রামের আব্দুল মাজেদ এর ছেলে মনিরুল ইসলাম গাজী (২৬), দাতিনাখালী গ্রামের আবুশ্যামা গাজীর ছেলে মোঃ খলিল গাজী (২৮, এসআই, রিপন মল্লিক পারিজারী- ১২/১৮ এর ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী পরানপুর গ্রামের আনছার আলির ছেলে মোঃ গোলাম মোস্তফা, এবং এএসআই, মোঃ মাজহারুল ইসলাম সিআর- ৩০৯/১৫ এর সাজা প্রাপ্ত আসামী পানখালি গ্রামের মৃত্যু ছবেদ আলির ছেলে মোঃ খান বাহাদুর, সর্বথানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরাদের গ্রেফতার পুর্বক আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) মোট ৫ জন আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply