শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন

শাহজাদপুরে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠান অনুষ্ঠিত! ? Matrijagat TV

 সিরাজগঞ্জ প্রতিনিধি, মোঃ নাজমুল হোসেন রাজা
  • আপডেট টাইম শুক্রবার, ২০ মার্চ, ২০২০

সিরাজগঞ্জ কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: হাবিবুল হক বলেছেন, বাংলাদেশের কৃষি ব্যবস্থাপনাকে এগিয়ে নিতে সরকারের আন্তরিকতার কোন কমতি নেই। কৃষি এবং কৃষক বান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে অত্যান্ত আন্তরিক এবং তিনি নিজেই কৃষকদের কল্যাণে জনবান্ধব বিভিন্ন উন্নয়ন কর্মসূচী গ্রহণ করে তা বাস্তবায়িত করতে আমাদের নির্দেশ দিয়েছেন। বর্তমান সরকার কৃষকদের দোরগোড়ায় গিয়ে বিনামূল্যে সার,বীজ,কীটনাশকসহ নানা প্রনোদনা পৌঁছে দিচ্ছে। তিনি কৃষকদের উদ্দেশ্যে আরোও বলেন, যে ফসল লাভজনক এবং অল্প সময়ে ঘরে তোলা যায় তা ফলাতে হবে। আবহাওয়া,পরিবেশ যাচাই- বাছাই করে সময় উপযোগী ফসল ফলাতে হবে। গতকাল বৃহস্পতিবার সকাল ১২ টায় শাহজাদপুর উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তৈল,মশলা বীজ উৎপাদন,সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় বীজ উৎপাদন ব্লক প্রদর্শনী উপলক্ষে গাড়াদহ গ্রামের মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুস ছালাম সভাপতিত্বে ও উপসহকারী কৃষি অফিসার মোঃ নাজমুল হোসেন এবং পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মো: ফরিদুল হাসান,জেলা প্রশিক্ষণ অফিসার এস এম সহীদ নূর আকবর প্রমূখ। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন সহ কৃষক গণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581