যশোরে এক অসহায় মায়ের জন্য খাদ্য সাহায্য প্রয়োজন, করোনাভাইরাস এর জন্য কাজ নাই। যারা বাড়ি বাড়ি গিয়ে সাহায্য দিয়ে যাচ্ছেন তাদের বলছি, একবার এই অসহায় মা তার দুই সন্তানের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন, দুই সন্তানকে অনেক কস্ট করে পড়াশোনা করাচ্ছেন। মেয়ে ৯ম শ্রেণির শিক্ষার্থী, ছেলে ৮ম শ্রেণির শিক্ষার্থী ছেলে মাদ্রাসায় পড়ে, দুনিয়ায় কেউ নেই ছেলে মেয়ের ৯/১০ বছর আগেই মারা গিয়েছে বাবা। ভাল ভদ্র পরিবার ছিল,অসহায় শেফালী বেগম নামাজ কালাম পড়েন রোজা করেন।
অভাবে এখন বাচ্চাদের পড়াশুনা বন্ধ হতে যাচ্ছে, এখন দেশের মানুষের অসহায় ভয়ংকর করোনা ভাইরাস থেকে বাঁচতে চায় সবাই, দানবীর মানুষেরা এগিয়ে আসুন এই অসহায় মায়ের জন্য। নুরপুর গ্রামে সেনাবাহিনী সরকারি ত্রাণ সাহায্য দিচ্ছে, অথচ এই অসহায় গরীব শেফালী বেগম ত্রাণ পাচ্ছেন না কারণ যাদের মাধ্যমে সেনাবাহিনীর গাড়িতে নামের তালিকা দিতে হয়। তারাই বলেছেন আর নাম দেওয়া যাবেনা যাদের বাড়ি ঘর আছে, তারা সবাই সরকারি ত্রাণ সাহায্য পাচ্ছেন কিন্তু শেফালী বেগম দুই সন্তান নিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন। সে ভাড়া বাসায় থাকেন গরীব বিধবা তাকে কেউ সাহায্য করছে না, দারে দারে ঘুরছেন শুধু ত্রাণ সাহায্য পেতে এখন ও নাম লিখাতে পারে নাই ২/৩ মাস আগেও শেফালী বেগম। যশোর সেনানিবাসে অফিসারদের বাসায় কাজ করতেন, কিন্তু করোনার ভাইরাস এর কারণে সেখানে কাজ করতে যেতে পারছেন না।
ছেলে মেয়ে নিয়ে গ্রামেই বাসা ভাড়ায় থাকেন, এই নুরপুর গ্রামের ভোটায়। যশোর জেলা প্রশাসক মহোদয় এর সু দৃষ্টি কামনা করছি, এই অসহায় বিধবা মায়ের জন্য খাদ্য ত্রাণ সাহায্য পেতে সহায়তা করুন। যেসব দানবীর সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান, নিচের নাম্বারে দয়া করে জানান। যশোরে ঠিকানা শেফালী বেগম- ফোন নং 01771566691( নিজ), বয়স ৪৪ বছর, গ্রাম নুরপুর গোলদার পাড়ার পাশে খয়েরতলা বাজারের পিছনে যশোর।
Leave a Reply