মানিকগঞ্জ জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে প্রায় ৫ মণ ভেজাল গুড় জব্দ করে ধংস করেছেন। শুক্রবার সকাল ৫ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা বাজার সংলগ্ন দুইটি বাড়িতে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছেন।
এসময় বিভিন্ন অপদ্রব্য,চিনি ও পুরাতন মানহীন গুড় ব্যবহার করে (খেজুরের রস ছাড়াই) খেজুরের গুড় তৈরি করে আসছিল কিছু অসাধু ব্যাবসায়ী। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল বলেন, জব্দকৃত ৫ মণ গুড় ঝিটকা বাজারে জনগণের উপস্থিতিতে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনাকালে ২ কারখানার মালিককে প্রায় ১০হাজার টাকা করে জরিমানা ও তা আদায় করা হয়।
Leave a Reply