রবিবার, ২১ এপ্রিল ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন

মানবতার ফেরিওয়ালা পুলিশ সুপারের অনন্য উদ্যোগ ১২টি ডিসইনফ্যাক্ট টানেল স্থাপন।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম মঙ্গলবার, ২ জুন, ২০২০

সিনিয়র স্টাফ রিপোর্টার সৈয়দ সিরাজুল ইসলাম হাসানঃ

সিলেটে করোনাভাইরাস হতে পুলিশ সদস্য এবং জনসাধারণকে সুরক্ষিত রাখার অংশ হিসেবে সিলেটের মানবতার ফেরিওয়ালা উপাদী খ্যাত পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন এর উদ্যোগে, পুলিশ সুপার কার্যালয়সহ এগারটি থানায় সয়ংক্রিয় ডিসইনপেক্ট টানেল স্থাপন করলো সিলেট জেলা পুলিশ। প্রসঙ্গত পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর পরিকল্পনা ও উদ্যোগে সোমবার (১ জুন) পুলিশ সুপার কার্যালয়সহ জেলার এগারটি থানায় একযোগে সম্পূর্ন সয়ংক্রিয় এই ডিসইনপেক্ট টানেল স্থাপন করা হয়।

বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখার সাথে সাথে এর সংক্রমণ প্রতিরোধে মানুষের মাঝে সচেতনতা তৈরীসহ কোয়ারেন্টাইন,সামাজিক দুরত্ব নিশ্চিত করা আক্রান্ত অসুস্থ্য রোগীদের হাসপাতালে প্রেরণসহ নানাবিধ কাজ করে যাচ্ছে পুলিশ। এছাড়াও লকডাউনের প্রভাবে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের মাঝে পুলিশের নিজস্ব উদ্যোগে খাদ্য সামগ্রী সরবরাহ করে যাচ্ছে পুলিশ। করোনাকালে পুলিশের এরকম মানবিক কাজ যেন পুলিশ সম্পর্কে মানুষের ধারনা একেবারেই পাল্টে গেছে। মানুষের জন্য এসব কাজ করতে গিয়ে নিজের অজান্তেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যাচ্ছে পুলিশ। সারা দেশে ইতিমধ্যেই পাঁচ হাজারের বেশি পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছেন ১৫জন পুলিশ সদস্য।
এরই ধারাবাহিকতায় সিলেট জেলা পুলিশে কর্মরত প্রায় ৫০এর উর্দ্ধে পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে।আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসার পাশাপাশি অন্যান্য সদস্যদের সুরক্ষিত রাখতে ইতিমধ্যেই নানাবিধ পরিকল্পনা গ্রহন করেছে জেলা পুলিশ। পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে কখনো পুলিশ সুপার নিজে কিংবা অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগন নিয়মিত প্রত্যেকটি থানায় পুলিশ সদস্যদের ব্রিফ করেছেন,রোগ প্রতিরোধ ক্ষমতা বারাতে ভিটামিন-সি সমৃদ্ধ ফলমূল পুলিশ সদস্যদের মাঝে বিতরন করেছে।
সামগ্রিক বিষয় নিয়ে জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম জানান,বর্তমান প্রেক্ষাপটে জনগনকে সুরক্ষিত রাখা সহ পুলিশ সদস্যদের নিজেদের সুরক্ষিত রাখতে সর্বোচ্চ গুরত্ব দেয়া হচ্ছে বলে জানান ।পুলিশ সদর দপ্তর সহ জেলা পুলিশের উদ্যোগে ইতিমধ্যে পুলিশ সদস্যদের সুরক্ষিত রাখতে ইতিমধ্যে পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হচ্ছে।পুলিশের নিকট আগত সেবা প্রত্যাশীদের সুরক্ষিত রাখতে পাশাপাশি প্রত্যেক পুলিশ সদস্যদের সুরক্ষিত রাখতে প্রতিটি থানা সহ পুলিশ সুপার কার্যালয়ে ডিসইনফেক্ট টানেল স্থাপন করা হয়। পুলিশের সর্বোচ্চ সামর্থ দিয়ে চলামান করোনা ভাইরাস মোকাবিলায় জনগনের পাশে সারা জীবন থাকবেন বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581