রবিবার, ২১ এপ্রিল ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন

ভারতে নতুন করে সাড়ে ৩৮ হাজার করোনা রোগী শনাক্ত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

প্রতিনিধি সাব্বির হোসেন দৈনিক মাতৃজগত

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ হাজার ৭৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে নতুন করে সুস্থতার হার আরও অনেকটা বেশি।
সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে মোট করোনা রোগীর সংখ্যা ৯৪ লাখ ৩১ হাজার ৬৯২, যার মধ্যে এই মুহূর্তে অ্যাকটিভ রোগী ৪ লাখ ৪৬ হাজার ৯৫২ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় মারা গেছেন ৪৪৩ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৭ হাজার ১৩৯ জন। এছাড়া একদিনে ৪৫ হাজার ৩৩৩ জন করোনামুক্ত হওয়ায় সুস্থ রোগীর সংখ্যা দেশে ৮৮ লাখ ৪৭ হাজার ৬০০। গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষা হয়েছে ৮ লাখ ৭৬ হাজার ১৭৩ জনের। এ নিয়ে মোট ১৪,০৩,৭৯,৯৭৬টি নমুনা পরীক্ষা হয়েছে ভারতে।

দেশটিতে আক্রান্তের বিপরীতে সুস্থতার হার ৬৩ শতাংশ। দেশের মোট রোগীর অর্ধেকেরও বেশি শনাক্ত হয়েছে মহারাষ্ট্র, দিল্লি এবং তামিলনাড়ুতে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581