বেনাপোলের সাদিপুর মাঠ থেকে দুটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করেছে কৃষকেরা ।
জানা যায়,বুধবার (১৩ মে) সাদিপুর গ্রামের একদল কৃষক সকালের দিকে মাঠে যায় ধান কাটতে। এসময় কৃষকেরা ওই দুটি বাচ্চা একটি গর্তে লুকানো অবস্থায় দেখতে পায়। পরে তারা দুটি বাচ্চা একটি খাচায় বন্দি করে রাখে।
তারা কেউ কেউ বলছে এটি চোরাই পথে ভারতে পাচার করার জন্য আনা হয়েছিল কিন্তু পাচার করার সুযোগ হয়নি। মেছো বাঘের বাচ্চা দুটি শার্শা বন বিভাগে দেয়া হবে বলে জানা গেছে।
Leave a Reply