জাতীয় দৈনিক মাতৃজগত, একুশে সংবাদ, দর্পন, সিটিজি ক্রাইম সহ বিভিন্ন গণমাধ্যমের নতুন পরিচয় পত্র ইস্যু করে, নিয়োগ পত্র প্রদানের মাধ্যমে নতুন সংবাদ কর্মী নিয়োগ দিয়েই লক্ষ টাকা আয় করতেন শহিদুল ইসলাম বাবলু নামের এই প্রতারক।
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্মপাদক ও মাতৃজগত টিভির চেয়ারম্যান খান সেলিম রহমানের নিকট আসে এই হলুদ সাংবাদিক এর কার্যকলাপের তথ্য। সু-কৌশলে প্রতারক বাবলুকে ঢাকার এক হোটেলে আনা হয়।
তার কাছে থাকা ব্যাগ এর ভেতর উল্লেখিত গণমাধ্যম এর শতাধীক আইডি কার্ড, নিয়োগপত্র পাওয়া যায়।
সম্প্রতি তার এহেন কার্যকলাপ নিয়ে মাতৃজগত টিভিতে একটি ভিডিও প্রতিবেদনও হয়েছে। উক্ত প্রতিবেদনে বিস্তারিত রয়েছে। বিস্তারিত দেখার জন্য আপনার ফেইসবুক এর সার্চ বারে লিখুন Matrijagat TV তাহলে পেয়ে যাবেন পুরো ভিডিওটি।
Leave a Reply