বর্তমান সারাদেশে রাজনীতিবিদের ব্যাপারে যখন লুঠপাট, চাঁদাবাজি, ভুমিদখল, দুর্নীতি সহ নানা খবরে সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম মুখর ঠিক সে সময় অতীতের পারিবারিক ধারাবাহিকতা অব্যাহত রেখে উখিয়া রাজাপালং ইউনিয়নের দৌছড়ী পাহাড়ীকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য ১০ শতক জমি দান করেছেন উখিয়া উপজেলা বিএনপি সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী।
সোমবার (২৯ সেপ্টেম্বর) উখিয়া রেজিস্ট্রি অফিসে জমির দলিল রেজিস্ট্রি ও হস্তান্তর করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সাবেক সভাপতি ছৈয়দ হামজা।
উল্লেখ্য, সরওয়ার জাহান চৌধুরীর পরিবার দক্ষিণ চট্রগ্রামের অন্যতম জমিদার এবং রাজনৈতিক পরিবারের সন্তান। শিক্ষা বান্ধব এ পরিবার বিগত দিনে সীমান্ত উপজেলা উখিয়া প্রতিষ্ঠা এবং আধুনিকায়নে উখিয়া থানা, উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, রাজাপালং ফাজিল ড্রিগ্রী মাদ্রাসা, উখিয়া ফায়ার বিগ্রেড, আবুল কাশেম- নূর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়, উখিয়া উচ্চ বিদ্যালয় মাঠ, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, উখিয়া দারোগা বাজার, বালুখালী কাস্টমস, বালুখালী বাজার সহ অসংখ্য মসজিদ- মাদ্রাসা, হেফজখানা, এতিমখানা, মন্দির, সরকারি- বেসরকারী প্রাইমারি স্কুল, এবদেতিয়া মাদ্রাসা, খেলার মাঠ, রাস্তাঘাট, কবরস্থান, শশ্মান সহ অসংখ্য স্থাপনা প্রতিষ্ঠায় উখিয়া উপজেলায় বিনামূল্যে প্রায় শত বিঘা জমি দান করেছেন।
উখিয়া সংবাদ
Leave a Reply