বাংলায় করোনা
সাকিব চৌধুরী
তোর নাম নাকি করোনা!!?
তুই এসে মানুষ পেল,
পৃথিবী ধ্বংসের নমুনা!!
সবার প্রিয় মসজিদ-কাবা,
তাওয়াফ এখন মুসল্লী করে না!!
করোনা তোর কারণে শিশু -বৃদ্ধ
সবার মাঝে বিড়ম্বনা!!
এই বল,তুই কে এই করোনা???
আজ মানুষ স্তব্ধ, নিরুপায়,আতঙ্কিত
বাড়ি-ঘর থেকে বেরও হয় না।
নিম্নবিত্তের ঘরে থাকার সুযোগ তো হয় না,
থাকলে বসে তাদের পেট তো চলে না!!
তাই তারা করোনা কি বুঝেও বুঝে না!!
উন্নয়নের মহাসড়কে যখন সোনার বাংলা,
তবুও গরীব-দুঃখী এমন মহামারী,
মোকাবেলা করে একলা!!
এখন অঘোষিত লকডাউন এই বাংলায়,
প্রশাসন বাবার বয়সী মানুষকে কান ধরেও দাড় করায়!!
এমন কান্ড দেখে মনে হয় ধরণী চরম পর্যায়!!
মানুষকে শাসন করার কেউ না থাকলে,
প্রকৃতি তার দায়িত্ব নিয়ে নেয়!
আল্লাহর শাস্তি করোনা আসলো বসুমাতায়!
~সাকিব চৌধুরী ;
~কক্সবাজার,উখিয়া,মরিচ্যা,পাতাবাড়ী।
Leave a Reply