বগুড়ার শেরপুর উপজেলা সাউদিয়া হোটেলে দুপুর ১২ টা থেকে ১.০০ টা পর্যন্ত করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে উপজেলা প্রশাসন টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার,শেরপুর, বগুড়া জনাব মোঃ লিয়াকত আলী সেখ এবং সহকারী কমিশনার (ভূমি),শেরপুর,বগুড়া জনাব জামশেদ আলাম রানা। উক্ত অভিযানে সহায়তা করে শেরপুর থানা বগুড়া টিম ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার।
এসময় সরকারের আদেশ অমান্য করে হোটেল খোলা রেখে সংক্রামক রোগ বিস্তার ঘটতে সহায়তা করায় সাউদিয়া হোটেলের ম্যানাজারকে ৫০০০০ /- টাকা জরিমানা করা হয়। বগুড়া শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী শেখ বলেন জনস্বার্থে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply