পাপ সাগরে সাঁতার কাটে
ঝাঁপ দিয়ে লাফিয়া,
ছদ্মবেশী খবিস-শয়তান
নারী কলংক পাপিয়া।
পাপের ফসল বিলাসে
অনেকে নিয়েছেন বাঁধিয়া,
নতুন নতুন টাকার নোট
ব্যাগ ভর্তি হাদিয়া।
বিনা পুঁজি অঢেল লাভ
কে দিল তা বাজিয়া?
সরকারের হুকুম জারি
ধরা পড়ল আজিয়া।
র্যাবের কড়া নজর
পড়ল তাতে ঝাঁপিয়া,
ধরল তাকে-করল এরেষ্ট
মাফিয়া চক্র পাপিয়া।
সরকারের কড়া হুকুম
মাফিয়া এবার শেষ,
একে একে ধরবে সবে
বাঁচাবে সোনার দেশ।
Leave a Reply