বার্তা পরিবেশক
পটিয়া মাদকদ্রব্য অধিদপ্তর অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ তিন মহিলাকে আটক করেছে। ১৫ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেল(পটিয়া) এর একটি টিম তিন হাজার পিস ইয়াবা সহ সাজিদা বেগম(৩৫), শহরমূলক খতিজা বেগম(৫৫), নুর নাহার বেগম, কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভা এলাকায় তাদের বাড়ি।
সুত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বরের সকালে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের পটিয়ার মোজাফফরাবাদ এন জে উচ্চ বিদ্যালয়ের এর বিপরীত পার্শ্বে পার্টস্ ব্যাগে মাদকদ্রব্য অধিদপ্তর কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে অভিয়ান চালিয়ে এই তিনজনকে পার্টস ব্যাগ তল্লাশী করে। এতে প্রতিটিতে পার্টস ব্যাগে লুকানো এক হাজার করে তিনজন মহিলার কাছে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। মাদকদ্রব্য অধিদপ্তর কর্মকর্তা আটক মহিলাদের মাদক সংরক্ষণ ও বহনের অপরাধে আটক করে। এ ব্যাপারে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।
মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন বিভিন্ন কৌশলে মহিলারা পার্টস্ ব্যাগে করে ইয়াবাগুলো টেকনাফ থেকে চট্টগ্রাম নিয়ে যাচ্ছিল।গোপন সংবাদে তাদেরকে চ্যালেন্জ করলে তাদের হাতে পাটস্ ব্যাগে তল্লাশি করে তিনজনের কাছে প্রতি ব্যাগে এক হাজার করে ইয়াবা উদ্ধার করা হয়।
Leave a Reply