আজ এ্যাড. কাজী আবুল কাশেম স্টেডিয়ামে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর এর আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে কোভিড-১৯ উপলক্ষে প্রাপ্ত অর্থ বরাদ্দ হতে বিভিন্ন শ্রেণী-পেশার (দুস্থ, অসহায়, কর্মহীন, দলিত ও প্রতিবন্ধী) ৭০০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী কানিজ সুলতানা হেলেন, সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মইনুল হাসান পিপিএম, পুলিশ সুপার, পটুয়াখালী; জনাব আলহাজ্ব কাজী আলমগীর, সভাপতি, জেলা আওয়ামী লীগ, পটুয়াখালী; জনাব মোঃ হেমায়েত উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); জনাব আবদুল মান্নান, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, পটুয়াখালী; জনাব মহিউদ্দিন আহম্মেদ, মেয়র, পটুয়াখালী পৌরসভা; জনাব অ্যাডভােকেট গােলাম সরােয়ার, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পটুয়াখালী সদর সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply