ঠাকুরগাঁওয়ে দশম শ্রেণির ছাত্রী শ্রাবণী রায় (১৫) হত্যার দাবিতে মানববন্ধন ও প্রতিভা সভা করেছে স্কুল শিক্ষাথীরা।
৭ মার্চ শনিবার সকালে ঠাকুরগাঁও চৌরাস্থায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন স্কুল শিক্ষাথীরা। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রবিন শিক্ষা বিদ মনতোষ কুমার দে, হিন্দু ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর কুমার গুপ্তা বুয়া,ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কার সিদ্দিক,স্কুলের প্রধান শিক্ষক দীপেন্দ্রনাথ ঝাঁ,সহকারি শিক্ষিকা প্রীতি গাঙ্গুলী প্রমুখ ও স্কুলের ছাত্র-ছাত্রীরা।এ সময় বক্তরা এবং স্কুল ছাত্রী শ্রাবণী রায়ের হত্যাকারীর দ্রুত কঠোর শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, যে বুধবার ৪ মার্চ রাতের অন্ধকারে স্বামীর ধারালো ছুরির কোপে নিহত হয় সেই স্কুল ছাত্রী শ্রাবনী রাণী। পরে রাতে নিহত শ্রাবন্তির বাবা নিজে বাদী হয়ে সোহাগ বর্মণের নাম উল্লেখ করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন। এবং সাড়া রাত ব্যাপি পুলিশ অভিযান চালিয়ে সোহাগ বর্মণকে আটক করেন।
Leave a Reply