তিনিই সাংবাদিক আকরাম। যার কাছে সাপুড়ের মত অস্ত্রের কারিগর ও ব্যবসায়ী, মাদক সম্রাটরা মাথা নত করে।
ইতিপূর্বে কয়েকশ মাদক কারবারী ও অস্ত্রের কারিগরসহ ব্যবসায়ী ও জলদস্যু তার মাধ্যমে সরকারের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।
ফলে চট্টগ্রাম বিভাগের সমুদ্রসীমা, পাহাড় ও বনাঞ্চল আজ রাহুমুক্ত।
একারনে তিনি সরকার কর্তৃক সম্মানণাও পেয়েছেন একাধিকবার।
চ্যানেল টুয়েন্টিফোরের পর তিনি এখন এশিয়ান টিভিতে। এর আগে বিজয় টিভি, আনন্দ টিভির চট্টগ্রামের দায়িত্বে এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন।
জীবন-সংসারের মায়া পেছনে ফেলে গহীন অরন্যে ছুটে চলা এমএম আকরাম হোসেন। একজন শিক্ষিত, সদালাপী ও সাহসী সাংবাদিক। জন্ম কক্সবাজারের একটি গাঁয়ে। এখন বসবাস চট্টগ্রামেই।
নতুন করে শীঘ্রই আরও একটি গ্রুপ আত্মসমর্পন করবে। তার পথচলা হোক নিরাপদ ও দেশের গণমানুষের স্বার্থে এমনটাই আশা করে বিএমএসএফ।
Leave a Reply