ঠাকুরগাঁও ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালে ১৬০ বোতল ফেন্সিডিলসহ মোজাম্মেল হক (৪৯) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে ডিবি পুলি। রবিবার(১ মার্চ) দিবাগত রাতে ৯/৫০ মিনিটে জগন্নাথপুর, মেসার্স হানিফ ফিলিং স্টেশন এবং সার্ভিসিং সেন্টার হতে তাকে আটক করে ডিবি পুলিশ।
ধৃত মাদক ব্যবসায়ী বালিয়াডাঙ্গী উপজেলার সাং রত্রনাই(মারাধার) গ্রামের মৃতঃ মাহাবুব হোসেনের ছেলে। ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি ডিবি পুলিশের উপ-পরিদর্শক(এসআই ) নবীউল, এবং রবিউল ইসলাম জানান, মাদক নির্মূলে নিরলস ভাবে কাজ করেছে জেলা ডিবি পুলিশ।
ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিক্তিতে খবর জানতে পারলাম জেলার বালিয়াডাঙ্গী গ্রামের মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৬০ বোতল ফেন্সিডিল সহ মোজাম্মেল হক এক কুখ্যাত মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়। আটক মাদক ব্যবসায়্য বিরুদ্ধে মাদক আইনে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply