মঙ্গলবার (১০ নভেম্বর ২০২০ খ্রিঃ) ডিবি নরসিংদীর এসআই মোস্তাক আহম্মেদ, এসআই মাহমুদুল হাসান মারুফ ও এসআই মাহমুদুল হাসান পলাশ থানা ও রায়পুরা থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন। এসআই মোস্তাক আহম্মেদ পলাশ থানাধীন চরনগরদী হতে ১৬:৪৫ ঘটিকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) টিটু মিয়া (২৭), পিতা- আবুল হোসেন, সাং- ইছাখালী, (২) সৌরভ (২৬), পিতা- মোয়াজ্জেম মিয়া, সাং- চরসিন্দুর পূর্বপাড়া, উভয়থানা- পলাশ, জেলা- নরসিংদীদের ২০০ (দুইশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
এসআই মাহমুদুল হাসান মারুফ ও মাহমুদুল হাসান রায়পুরা থানাধীন মেথিকান্দা হতে ১৯:১৫ ঘটিকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী (৩) মোঃ মিলন মিয়া (৪০), পিতামৃত- হযরত আলী, সাং-মেথিকান্দা, থানা- রায়পুরা, জেলা- নরসিংদীকে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামত ২৭০ পিস, মূল্য ৮১,০০০/= টাকা। গ্রেফতারকৃত আসামী টিটুর বিরুদ্ধে ইতোপূর্বে ০৬ টা মাদক মামলা ও গ্রেফতারী পরোয়ানা মূলতবী আছে এবং আসামী সৌরভের বিরুদ্ধে ইতোপূর্বে ০৩ টা মাদক মামলা আছে। এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা রুজু হয়েছে।
Leave a Reply