বুধবার, ০৮ মে ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন

জামালপুরে সেনাবাহিনীর সিভিল পদে চাকুরীর ভূয়া নিয়োগপত্র প্রদান,১০ জন আটক

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধিঃ
  • আপডেট টাইম বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

জামালপুর সেনাবাহিনীর সিভিল পদ সমুহে চাকুরীর ভূয়া নিয়োগপত্র প্রদানে প্রতারণার মামলায় প্রতারক চক্রের ১০ সদস্যকে র‍্যাব-১৪ আটক করে ইসলামপুর থানায় সোপর্দ করেছে।

আজ বুধবার (৩০ সেপ্টেমবর) বিকালে ইসলামপুর থানা পুলিশ ওই প্রতারকদের আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন।আটককৃত প্রতারক চক্রের সদস্যরা হল- শেরপুরের ঝিনাইগাতির দুপুরিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মুরাদুজ্জামান (৩৭), রংপুরের মিঠাপুকুরের ধলারপাড়া গ্রামের মৃত জুমাহার আলী মাস্টারের ছেলে মমিনুর রহমান (৩৮), শরীয়তপুর সদরের ছিকন্দু গ্রামের আব্দুল সোবাহান মোল্লার ছেলে ফারুক মোল্লা (৪৬), কুমিল্লার দ্বিতীয় মুরাদপুর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে শামীম হোসেন সোহেল (৪০), নারায়নগঞ্জ সদর থানার খুরেরপাড় এলাকার মৃত শওকত আলীর ছেলে নুর হোসেন (৫২), সিলেটের বিশ্বনাথ থানার বন্দুয়া দক্ষিণ নওয়াগাঁও গ্রামের তেরা মিয়ার ছেলে রানা মিয়া (৩০), ঢাকার মিরপুর থানার শেওড়াপাড়ার মাইনুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৯), পশ্চিম শেওড়াপাড়ার আনোয়ার হোসেনের ছেলে ফেরদৌস ওয়াহিদ তুসার (২৯), গোপালগঞ্জের মোকছেদপুর থানার গারলগাতীর গ্রামের মৃত বাবু মুন্সীর ছেলে মাহাবুর মুন্সী (৩৭), লক্ষীপুরের রায়পুর থানার দক্ষিণ রায়পুর এলাকার নগেন্দ্র চন্দ্র মজুমদারের ছেলে বাবুল ওরফে বিজয় (৪৫)।
ইসলামপুর থানা সূত্রে জানা যায়,উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া গ্রামের মনোয়ার হোসেনের ছেলে হাফিজুর রহমান বাদি হয়ে প্রতারকদের বিরুদ্ধে বুধবার থানায় ৪২০/৪০৬/ পেনাল কোডসহ ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৩(২)/৩৫(২) ধারায় একটি মামলা করে। মামলা নং ১৩।

ইতিপূর্বে সেনা বাহিনীর সিভিল পর্যায়ে বিভিন্ন পদে চাকুরীর ভূয়া নিয়োগপত্র দিয়ে মামলার বাদিসহ একই গ্রামের চারজনের নিকট হতে ৩১ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১৪ অভিযান চালিয়ে প্রতারকদের আটকের পর গত মঙ্গলবার ভোর রাতে ইসলামপুর থানায় সোপর্দ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ইসলামপুর থানার এসআই মাহমুদুল হাসান মোড়ল জানান,প্রতারকদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581