বুধবার, ০৮ মে ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন

গলাচিপায় পঞ্চম দিনে প্রশাসনের মাস্ক বিতরণসহ হাটে বাজারে চলছে কঠোর বিধি নিষেধ

আরিফ হাওলাদার ব্যুরো প্রদান পটুয়াখালী জেলা।
  • আপডেট টাইম সোমবার, ৫ জুলাই, ২০২১

করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় তৃতীয় পর্যায়ে সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধের পঞ্চম দিনে সোমবার গলাচিপা পৌর-শহর ও উপজেলার সকল ইউনিয়নে কঠোর ভাবে লকডাউন পালন হচ্ছে। সোমবার (০৫ জুলাই) সকাল থেকে উপজেলা নিবার্হী অফিসার আশিষ কুমার এর নেতৃত্বে নিবার্হী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পৌর-শহরসহ ৫টি ইউনিয়নে লকডাউন কার্যকর করার লক্ষে উপজেলা প্রশাসন ব্যপক তৎপরতা চালিয়েছে। পৌর-শহরের সকল দোকান পাট বন্ধ এবং সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষে পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করেছেন। পরে উপজেলা প্রশাসন বিভিন্ন টিমের মাধ্যমে গ্রমীন হাট-বাজারে জনসচেতনতা বৃদ্ধি এবং মানুষকে ঘরে থাকার জন্য হ্যান্ড মাইকে প্রচার-প্রচারণা অভিযান চালায়। উপজেলা শহরের কয়েকটি প্রবেশমুখে দেয়া হয়েছে ব্যারিকেড। রিক্সা, ভ্যান, ইঞ্জিন চালিত সকল পরিবহণ, ইজিবাইক ও থ্রি-হুইলার চলাচলে বাঁধা প্রদান করে। কঠোর বিধি নিষেধ কার্যকর করতে উপজেলায় নিবার্হী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মাঠে রয়েছে সেনা, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও রেডক্রিসেন্টের স্বেচ্ছা সেবক সদস্যসহ গণমাধ্যম কর্মীরা সাধারণ মানুষকে ঘরে থাকার জন্য প্রশাসনের সাথে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581