খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাতক্ষীরায় লিফলেট বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজেনে আজ ১০ ফেব্রুয়ারি সোমবার সকালে সাতক্ষীরা জেলা শহরের বিভিন্ন স্থানে উক্ত লিফলেট বিতরন করা হয়। লিফলেট বিতরনকালে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা এড.এখলেছুর বাচ্চু, শের আলী, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষকদল আহবায়ক আহসানুল কাদির স্বপন প্রমুখ।
বিএনপি নেতারা এ সময় বলেন, কোন অপরাধের প্রমান ছাড়াই রাজনৈতিক প্রতিহিংসায় ক্ষমতাসীন সরকার দেশের জনপ্রিয় নেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়াকে দুই বছর ধরে কারাগারে আটকে রেখেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে এখন হাসপাতালের কারাকক্ষে বন্দী জীবন কাটাতে হচ্ছে। তার পছন্দমত হাসপাতালে উপযুক্ত চিকিৎসকের চিকিৎসা থেকেও বঞ্চিত রাখা হয়েছে। বিএনপি নেতারা এ সময় অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত্ব মুক্তির জোর দাবী জানান।
Leave a Reply