শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:২৯ অপরাহ্ন

কুয়েতে করোনা ভাইরাস এর সর্বশেষ সংবাদ! ? Matrijagat TV

মুফিজুর রহমান, বিশেষ প্রতিনিধি কুয়েত :
  • আপডেট টাইম রবিবার, ৩১ মে, ২০২০

(৩১/০৫/২০২০)
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, আজ করোনা ভাইরাসে আরো৮৫১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে।
এ পর্যন্ত কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে :২৭০৪৩ জনে, চিকিৎসাধীন : ১৫৪৪৫ জন, সুস্থতা লাভ করেছেন :১১৩৮৬ জন ও বর্তমানে সংকটপূর্ণ অবস্থা :২০০ জন।

”আজ নতুন করে ৭ জনের মৃত্যু হয়েছে।
“এনিয়ে মোট মৃত্যু হয়েছে ২১২ জনের।

“গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত বিভিন্ন দেশের নাগরিক।
ভারতীয় নাগরিক – ১৬৫
:স্থানীয় নাগরিক- ২৮৯
:মিশরীয় নাগরিক – ১২৯
??”করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশী আজ নতুন করে আরো ৮৬ জন সহ শনাক্ত মোট ২৯৬৭ জন”।
বাকিরা অন্যান্য দেশের।

” ৫ প্রদেশে আক্রান্তদের সংখ্যা।
:ফারওয়ানিয়া – ২৭৯
:আহমদি – ২১৪
:হাওয়াল্লী – ১১৭
:জাহরা – ১৩৯
:রাজধানী শহর – ১০২

“আবাসিক এলাকায় সর্বোচ্চ আক্রান্ত।
:জিলিব আল-সুয়েখ – ৮৪
:আব্দালি – ৫৩
:ফারওয়ানিয়া – ৫৯
:খাইতান – ৪৫

এছাড়াও দেশটির তিনটি জায়গায় যথাক্রমে, জওয়ান রেসর্ট,খাইরান রেসর্ট ও আল-কুত বিচ্ হোটেলসহ আরো বেশ কয়েকটি ক্যাম্পে ২৩ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

“বর্তমানে কুয়েতে ”জরুরী অবস্থা” চলছে।
সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে নির্দেশ এবং খুব বেশি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে নিষেধ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

“কুয়েতের সর্বত্রে (৩১ মে থেকে তিন সপ্তাহ) সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ( ১২ ঘণ্টার কারফিউ)
উল্লেখ্য, মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কুয়েতের সর্বত্রে চলছে লকডাউন ও কারফিউ।
প্রায় তিন মাস পর ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে দেশটি স্বাভাবিক কাজকর্মে ফেরার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
“অন্যদিকে মাহবুলা,জিলিব,ফারওয়ানিয়া, খাইতান ও হাওয়াল্লী এলাকায় টোটাল লকডাউন।
তবে টোটাল লকডাউন এলাকার কিছু সংখ্যক স্ট্রিট ও ব্লককে এর আওতার বাইরে রাখা হয়েছে।

“টোটাল লকডাউন এর আওতার বাইরে নিম্নের ব্লক ও স্ট্রিট গুলো।
➡ফারওয়ানিয়া, স্ট্রিট নং- ৬০.১২০.৫২০ ও ১২৯।
➡খাইতান, ব্লক নং- ৪.৬.৭.৮ ও ৯

সূত্র, আরব টাইমস
?লাইক ও শেয়ার দিয়ে কুয়েতের তরতাজা খবর অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581