কুষ্টিয়ার দৌলতপুরে করোনাভাইরাস রোধে জীবানু নাশক ছাড়ানো হয়েছে। পাশাপাশি জনসচেতনা সৃষ্টিতে সেনা টহল পরিচালিত হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত দৌলতপুর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনাভাইরাস রুখতে এসব কার্যক্রম পরিচালিত হয়। দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে জীবাণু নাশক তরল পদার্থ ছড়ানোর কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী এবং দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরবিন্দ পাল উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আব্দুর রশিদ, সাংবাদিক সেলিম রেজা, আসাদুজ্জামান টয়েল।পরে জীবাণু নাশক তরল পদার্থবোঝাই পরিবহনটি উজেলার বিভিন্ন বাজার, গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে জীবাণু নাশক স্প্রে করে।
জীবাণু নাশক স্প্রে ছড়ানোর ফলে জনমনে অনেকটা স্বস্তি পরিলক্ষিত হয়। এছাড়াও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তারের নেতৃত্বে সেনা বাহিনীর সদস্যরা দৌলতপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, বাজার ও সড়কে টহল দিয়ে করোনাভাইরাস রোধে জনসচেতনা সৃষ্টি করে। এ সময় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জনসমাগম না করে ঘরে থাকার পরামর্শ দেন এবং জনসচেতনা সৃষ্টির জন্য লিফলেট বিতরণ করেন।
Leave a Reply