সাতক্ষীরা জেলার কালিগঞ্জে ইঞ্জিন ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে,
জানা গেছে, মৌতলা ইউনিয়ন এর নামাজগড় গ্রামের বরকত আলি কারিগর এর ছেলে মুরশিদ আলী কারিকর (৮০) শুক্রবার (৮ মে)-২০২০ সকাল ৮ টার দিকে মুরশিদ আলী কারিকর যমুনা খালে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।
এসময় কাটাখালি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে শ্যামনগরের দিক থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির ইঞ্জিনভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় নেয়ার প্রস্তুতিকালে তিনি মৃত্যুবরণ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পন কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, ইঞ্জিন ভ্যানের ধাক্কায় মুরশিদ আলী কারিকরের বুকের ডান পাশের হাড় ভেঙে ফুসফুস ক্ষতিগ্রস্থ হওয়ায় তার মৃত্যু হয়েছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সতত্য নিশ্চিত করে জানান, নিহত মুরশিদ আলীর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Leave a Reply