“করোনা ভাইরাস” বিশ্বের একমাত্র আতঙ্কিত একটি ভাইরাসের নাম। সারা বিশ্বের প্রায় ১৭২ টি দেশে এই ভাইরাস আক্রমণ করে চলছে।
সারা বিশ্বে মোট আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৫,৭৬,৩১১ জন, মৃতের সংখ্যা ২৬,৪১৩ জন, এবং সুস্থ হয়েছেন ১,২৯, ৯৮৮ (তথ্য সুত্র: চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (সিএনএইচসি) ও অন্যান্য।)
বাংলাদেশেও এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। (আইইডিসিআর) এর সর্বশেষ তথ্য অনুযাীয় বাংলাদেশে এই ভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ৪৮ জন, মৃতের সংখ্যা- ৫ জন, এবং সুস্থ হয়েছে ১৯ জন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নানামুখী সু-পদক্ষেপের কারণে বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমনের হার একটু কম রয়েছে।
করোনা ভাইরাসের যেহেতো অদ্যবদিও কোন নির্ভরযোগ্য চিকিৎসা ব্যবস্থা তৈরি করা সম্ভব হইনি সেহেতো আমাদের উচিত সবাইকে সচেতন হওয়া। তারই ধারাবাহিকতায় উখিয়া থানার অফিসার ইনচার্জ, মর্জিনা আক্তার মর্জু মহোদয় দিবারাত্রী উখিয়ার সর্বস্থরের মানুষের সার্বিক সচেতনতা তৈরির লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
নিজেই হ্যান্ড মাইকের মাধ্যমে বিভিন্ন স্টেশনে মাইকিং করার মাধ্যমে সাধারণ মানুষকে নিদিষ্ট দুরত্ব ও সামাজিক দুরত্ব বাজায় রাখার জন্য সচেতনতা মূলক বক্তব্য প্রদান করে যাচ্ছেন। পাশাপাশি উখিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্থানে হ্যান্ড ওয়াস ও প্রয়োজনীয় সামগ্রী সহ পানির ট্যাংক স্থাপন করে পরিস্কার পানির ব্যবস্থা করেছেন।
এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রান্ত বিভিন্ন সচেতনতা মূলক তথ্য পোস্ট করার মাধ্যমে সচেতন করে যাচ্ছেন ওসি মহোদয়।
করোনা ভাইরাস প্রতিরোধে উখিয়ার পথে প্রান্তরে নিরন্তর ছুটে চলা এই ওসি মহোদয়ের একটি ফেইসবুক স্ট্যটাস সম্প্রতি ভাইরাল হয়েছে। তিনি তার স্ট্যটাসে উখিয়ার সাধারণ মানুষকে সতর্কতা করার লক্ষ্যে যা লিখেন-
“হে আল্লাহ আমরা বড় অসহায় মানব জাতি। নিজে সচেতন তো হই-ই না, সরকারের নির্দেশনাও মানতে রাজী না। প্রয়োজনে জেল জরিমানা ভোগ করবো।
তবুও তামাশা দেখবো রাস্তায় দাঁড়িয়ে কিংবা ঘরের বাইরে গিয়ে।
আইনশৃঙ্খলা বাহিনী, সরকারের জরুরী বাহিনী যতই চিৎকার চেঁচামেচি করুক না কেন???
করোনা ভাইরাস চোখের সামনে দিয়ে মুখে প্রবেশ করে দাঁত দিয়ে না চিবানো অব্দি বাঙালী জাতিকে বোঝানো বড় মুশকিল। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে!!
বিষয়টি খুবই দুঃখজনক হলেও হাস্যকর বটে!!! ”
এদিকে সাধরণ জনগন ওসি মহোদয়ের করোনা ভাইরাস সংক্রান্তে এহেন নানাবিধ ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করায় তাকে সাধুবাদ জানান।
Leave a Reply