কক্সবাজারের মেরিন ড্রাইভের দরিয়া নগর এলাকায় মােটর সাইকেলের মুখােমুখি সংঘর্ষে। কক্সবাজার পৌর শহরের দুই তরুণ নিহত ও আহত তিন জন। আহত তিন জনের মধ্যেই দুই জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে এবং অন্যজন সদর হাসপাতালে ভর্তি আছে বলে জানাযায়। ২১ জুলাই (বুধবার) রাত ১০ টার দিকে মেরিন ড্রাইভ রােডের দরিয়া নগর এলাকায় এই ঘটনা ঘটে। জানাযায়, নিহত আসিফ চৌধুরী পৌর শহরের ১২ নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জালালের ছেলে আসিফ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক ছিলেন। নিহত অন্যজন হলেন কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের পাহাড়তলীর বাসিন্দা। মোহাম্মদ ওসমানের পুত্র কফিল উদ্দিন (রিফাত) রিফাত জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার সিটি কলেজ শাখার যুগ্ন আহবায়ক। তাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মারুফ আদনান। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এদিকে কক্সবাজারে আসিফ রিফাত নিহত হওয়ার খবরে হাসপাতাল প্রাঙ্গণ এলাকায় শােকের ছায়া নেমে এসেছে ।
Leave a Reply