জয় মন্ডল বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ফুটবল খেলার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাউদখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বালিপাড়া ইউনিয়নের ১ ওয়ার্ড ইউপি সদস্য কে এম আল শাহরিয়ার।
নিহত কলেজ ছাত্র সৌরভ খান (১৯) জেলার ইন্দুরকানী উপজেলার সাউদখালী এলাকার রেজাওয়ান খানের পুত্র এবং ইন্দুরকানী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
নিহত সৌরভের চাচা শওকত খান জানান, বিকেলে সৌরভ স্থানীয় সাঈদী মাদ্রাসার খেলার মাঠে ফুটবল খেলছিলো। খেলার সময় ফুটবলটি মাদ্রাসা ভবনের ছাদে আটকে গেলে সেটি নামানোর সময় মাদ্রাসা ছাদের পাশের টিনের কক্ষের টিনের উপর উঠলে সেখানে সৌরভ বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের কতর্ব্যরতক চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তন্ময় মজুমদার জানান, কলেজ ছাত্র সৌরভ কে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
Leave a Reply