বুধবার, ০৮ মে ২০২৪, ০৪:৪৯ পূর্বাহ্ন

ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর শীতবস্ত্র বিতরণ সম্পন্ন

মোঃ জালাল উদ্দিন।
  • আপডেট টাইম শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

আজ (৬ ফেব্রুয়ারি) শনিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর উদ্যাগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়। ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর সভাপতি মাওলানা এম এ রহীম নোমানী এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ জুনেদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি হাফেজ মাওলানা মামুনুর রশীদ মাক্কী এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব এ এস এম ইয়াহইয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু জহর তরফদার। বক্তব্য দেন শ্রীমঙ্গল অঙ্গিকার সামাজিক ও সাহিত্য পরিষদ সভাপতি শেখ সারওয়ার জাহান জুয়েল, বরুণা মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মিছবাহ উদ্দিন যোবায়ের, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শাহ আলম,বিশিষ্ট ব্যবসায়ী শাহ মোঃ লিয়াকত আলী। উপস্থিত ছিলেন আসক ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সম্পাদক মোঃ লুৎফুল হক লোকমান, ব্যবসায়ী মোঃ লুৎফুর রহমান প্রমুখ। ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও বাংলাদেশ প্রেসক্লাব শ্রীমঙ্গল উপজেলা সাধারণ সম্পাদক এবং দৈনিক জনসংগ্রাম পত্রিকা সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, অর্থ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুর রব, প্রচার সম্পাদক মোঃ হারুন মিয়া, অন্যতম সদস্য মোঃ আহমদ আলী ও মোঃ তানজিদ আহমদ প্রমুখ। বক্তাগণ ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর করোনা কালীন সময়ের দাফন-কাফন সহ বিভিন্ন কর্মতৎপরতার ব্যাপারে ভূয়সী প্রশংসা করেন। সভাপতির বক্তব্যে মাওলানা এম এ রহীম নোমানী বলেন- ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর উদ্যোগে আজ আমরা অর্ধশত শীতবস্ত্র বিতরণ করতে যাচ্ছি। এছাড়াও মানবতার কল্যাণে যেকোনো কর্মকান্ডে ভূমিকা রাখতে আমরা আগের মতোই সদা প্রস্তুত রয়েছি ইন শা আল্লাহ। আপনাদের দোয়া,পরামর্শ ও সহযোগিতায়ই আমরা এ পর্যন্ত এগিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। এজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতেও আমাদের সকল কর্মকান্ডে আপনাদের দোয়া ও সার্বিক সহযোগিতা নিয়ে আমরা আরো বহু দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি। বক্তব্য শেষে অতিথিগণ অর্ধশত শীতার্থদের মাঝে শীতবস্ত্র তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581