অতিরিক্ত বন্যার কারণে বিশ্বম্ভপুর ও তাহেরপুরের সাথে সুনামগঞ্জের যোগাযোগের রাস্তায় পানি প্রবাহিত হওয়া রাস্তাটি গর্ত ও ভেঙ্গে পরে। গর্ত ও ভেঙ্গে যাওয়া রাস্তাই ময়লা পানি আটকে থাকাই ভাল কাপড় পরিধান করা পথচারী ব্যক্তি চলাচলের সময়,পাশ দিয়ে অতিবাহিত গাড়ির যাতায়েতের সময় আটকে থাকা ময়লা পানি পথচারী ব্যক্তির উপরে পড়ায় তাহার কাপড় নষ্ট হয়ে পরে। বন্যার পানি হাওর ও খাল-বিলে থৈ থৈ করছে।অব্যাহত পানি বৃদ্ধির ফলে বিশ্বম্ভপুর ও তাহেরপুর প্রবল বন্যার আশংকা করা হচ্ছে। সুরমা নদীতে পানি বৃদ্ধির ফলে পৌরসভা সহ উপজেলার ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে অনেক গ্রামীন সড়ক। গ্রামের অনেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। বন্যায় ভেসে গেছে শতাধিক মৎস্য খামারের মাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামের মানুষের গরু,ছাগল ঘরবাড়ি ইত্যাদি।
Leave a Reply