সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন

শ্রমিক সংকটে পেঁয়াজ তুলতে পারছেন না ফরিদপুর ও ভোলার চাষীরা! ? Matrijagat TV

ভোলা প্রতিনিধি মোঃ ছিদ্দিক
  • আপডেট টাইম সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

 

করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় সাধারণ ছুটি ঘোষণার পর, খেটে খাওয়া মানুষদের কেউ কেউ গ্রামে ফিরলেও, গণপরিবহন বন্ধ থাকায় আটকে পড়েন অনেক অস্থায়ী শ্রমিক। যাদের বড় অংশই, ফসল তোলার সময় ফেরেন গ্রামে।

চলছে পেঁয়াজ তোলার মৌসুম। কিন্তু তা সম্ভব হচ্ছে না, শ্রমিকের অভাবে। বীজ সংগ্রহ করতে পারছেন না, ফরিদপুরের চাষিরা। এতে আর্থিক সংকটের পাশাপাশি পেঁয়াজ উৎপাদন কমার আশঙ্কা করছেন তারা।

স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, চলতি মৌসুমে ফরিদপুরের ১৫শ হেক্টর জমিতে পেঁয়াজের বীজ আবাদে, খরচ হয়েছে প্রায় দেড়শ কোটি টাকা। ফলনও বেশ ভালো। জমি থেকে বীজ সংগ্রহ ও সরবরাহে সার্বিক সহযোগিতার আশ্বাস দিচ্ছে কৃষি বিভাগ।

ভালো ফলন হলেও, শ্রমিক সংকটে পেঁয়াজ তুলতে পারছেন না ভোলার কৃষকরা। দুয়েকজন পেলেও, মজুরিও দিতে হচ্ছে বেশি। জমি থেকে পেঁয়াজ তুলতে হিমশিম খাচ্ছে তারা

চলতি মৌসুমে ভোলায় পেঁয়াজের আবাদ হয়েছে ৬১৯ হেক্টর জমিতে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581