বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

RAB-5 এর পৃথক দুইটি অভিযানে চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ০৭ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। 

মারুফ আহমেদ  রাজশাহী 
  • আপডেট টাইম সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

RAB-5 এর পৃথক দুইটি অভিযানে চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ০৭ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

 

মারুফ আহমেদ

রাজশাহী

 

 

সিপিসি-২, নাটোর ক্যাম্প, RAB-5, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ১৪ ফেব্রয়ারি ২০২২ ইং তারিখ সকাল ০৮:৩০ ঘটিকা হতে ০৯:৩০ ঘটিকা পর্যন্ত বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন একডালা গ্রাম ও একডালা মেহেন্দীতলা গ্রামস্থ এলাকায় পৃথক দুইটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

 

উক্ত অভিযানে, চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে, চোলাই মদ- ৩,৩৮৫ (তিনহাজার তিনশত পঁচাশি) লিটারসহ আসামী ১। শ্রী রহিম পাহান (৪০), পিতা- মৃত আকালু, ২। শ্রী বাবুল পাহান, (৬৫), মৃত বিরেশ পাহান, ৩। লিটন পাহান (২২), ৪। মিঠুন পাহান (২৬), উভয় পিতা- জয়নাল পাহান, সর্ব সাং- একডালা, ৫। শ্রী রনজিৎ কর্মকার (৪০), পিতা- শ্রী সুবল কর্মকার@ ডেলা, ৬। শ্রী রাজেন কর্মকার (৬০), পিতা- মৃত উপেন কর্মকার, ৭। কল্পনা পাহান (৪০), স্বামী- মৃত লিবারন পাহান, সর্ব সাং- একডালা মেহেন্দীতলা, সর্ব থানা ও জেলা- নাটোরদের’কে গ্রেফতার করে। ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

 

RAB-কে তথ্য দিয়ে সহায়তা করুন

মাদক মুক্ত সমাজ গড়ুন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581